বুড়িচং - ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের দ্বার উন্মোচনে বুড়িচং এ উদ্ভোধন হলো মিরাই স্টাডি এন্ড কনসালটেন্সি

 বুড়িচং - ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের দ্বার উন্মোচনে বুড়িচং এ উদ্ভোধন হলো মিরাই স্টাডি এন্ড কনসালটেন্সি



"স্বপ্ন এখন সত্যি হবে" এমন স্লোগান নিয়ে ৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০ টায় ওয়ালটন প্লাজার তৃতীয় তলায় ক্যাম্পাস অডিটোরিয়ামে উদ্বোধন হয়ে গেল জাপানি ভাষা শিক্ষা ও ভিসা প্রসেসিং সেন্টার " মিরাই স্টাডি এব্রোড এন্ড কনসালটেন্সি" এর বুড়িচং, কুমিল্লা শাখা। প্রফেসর রেজাউল হক শাকিল এর চমৎকার  উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে উঠে।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রফেসর মো. হাফিজুল ইসলাম। তারপর উপস্থিত সকলের উদ্দেশ্য "পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ও উন্নত জীবন গঠনে  জাপান" শীর্ষক স্লাইড শো প্রর্দশন করেন ঢাকা থেকে  আগত মিরাই এর কান্ট্রি ডিরেক্টর মো. সাইফুল ইসলাম। এছাড়াও জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মিরাই এর হেড অফ অপারেশন ম্যানেজার ও  অডিট অফিসার এম. ডি মাহফুজ  এবং প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন হেড অফ ইন্টারন্যাশনাল এডমিনিস্ট্রেশন ও ভিসা প্রসেসিং অফিসার হাসান আহম্মেদ।   অনুষ্ঠানে " মিরাই স্টাডি এব্রোড এন্ড কনসালটেন্সি"  এর পুরু টিমকে  আমন্ত্রিত অতিথিদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান প্রেক্ষাপট, মিরাই এর দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে  গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ, বুড়িচং বাজার কমিটির সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।  অনুষ্ঠানের শেষ দিকে  প্রফেসর মো জামাল হোসাইন উল্লেখ  করেন, "মিরাই স্টাডি এব্রোড " বৃহত্তর কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার জনপদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি ও জাপানে উচ্চ শিক্ষার পাশাপাশি নিরাপদ জীবন ও উন্নত ক্যারিয়ার গঠনে পরামর্শ ও সেবা দিয়ে যাবে  শতভাগ আস্থার সাথে।
এ সময় উপস্থিত ছিলেন দেশ বরন্য সেনসেই( প্রশিক্ষক) তুহিন আলী ও আব্দুল মালেক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন   চান্দিনা গার্লস স্কুল এন্ড কলেজ এর  অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) সাদেকুর রহমান কিরন, প্রফেসর মো. মামুন মিয়া, গ্রামীণ ব্যাংক, বুড়িচং শাখার ম্যানেজার জাবিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আব্দুল হক,    কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার মাসুদ রানা, অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক আ. হালিম খাঁন,  সুলতান মেম্বার, মোতাহের হোসেন, সোলেমান মিয়া, বশির আহমেদ, ইন্সট্রাকটার অলিউর রহমান, সেনা সদশ্য মো. মিজানুর রহমান, ডা. রুবেল হোসেন, সেলিম মাষ্টার, কবি সাইদুল হক সুমন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সবশেষে " মিরাই স্টাডি এব্রোড এন্ড কনসালটেন্সি " এর সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মনির হোসাইন। এসময় জাপান থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ছিলেন মিরাই স্টাডি এন্ড এব্রোড  জাপান এর ডিরেক্টর ও এডমিনিস্ট্রেটর ইয়াকুব আলী, তানভীর আহমেদ রাতুল ও সাকিবুর রহমান।




Comments