পূর্বের ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনায় সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজের শতভাগ পাশ, A+ তিন টি, A গ্রেড ১৬ টি এবং A- তিন টি
গত একদশক ধরে এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব চান্দিনার সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজের। ধারাবাহিকভাবে এবছরের SSC পরীক্ষায়ও কুমিল্লার চান্দিনা উপজেলার (বেলাশহর, ফায়ার সার্ভিস সংলগ্ন) সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজ ৩ টি A+ সহ শতভাগ পাশের ঈর্ষণীয় সাফল্য লাভ করে। চলতি বছর ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২ জনই সফলভাবে কৃতকার্য হয়। ২২ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন A+ সহ ১৬ জন A ও ৩ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ন হয়। এ সাফল্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এর বিচক্ষনতা এবং অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকগনের অক্লান্ত পরিশ্রমের ফসল। কুমিল্লা জেলার চান্দিনার বেলাশ্বরে প্রায় গ্রামীন জনপদে ২০১০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি প্রতিবছরই শতভাগ পাশের সফলতা বয়ে আনছে। অত্র প্রতিষ্ঠানটি দিন দিন স্থানীয় ও বহিরাগত অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মোল্লা সিক্স স্টার ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত কর...